মানসিক চাপ কমানোর উপায়
মানসিক চাপ কমানোর উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। যে কিভাবে মানসিক চাপ কমানো যায়। তাই আপনাদের কথা বিবেক বিবেচনা করে আমাদের এই আর্টিকেলের মত থাকছে। আপনি আপনার মানুষের চাপ কিভাবে কমাবেন সেই উপায় সম্পর্কে।
আর আমাদের প্রায় প্রতিটি মানুষেরই মানসিক চাপ রয়েছে। কারো বা কর্মজীবনে কারো বা অন্যান্য কারণে মানুষের চাপে ভোগে থাকেন। তাহলে দেরি না করে চলুন মানসিক চাপ কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নিব।
পেইজ সূচিপত্রঃ মানসিক চাপ কমানোর উপায়
- মানুষের চাপ কি
 - মানুষের চাপ কমানোর উপায়
 - মানুষের চাপ কমানোর ইসলামিক উপায়
 - মানসিক চাপ থাকলে কি কি সমস্যা হতে পারে
 - মানুষের চাপ কমানোর খাবার
 - শেষ কথাঃ মানসিক চাপ নিয়ন্ত্রণ করা সহজ মাধ্যম
 
মানসিক চাপ কি
মানসিক চাপ হলো একটি শারীরিক ও মানবিক প্রতিক্রিয়া। যা কোন অপ্রত্যাশিত ঘটনা, চাপপূর্ণ পরিস্থিতি, অথবা যেকোনো উদ্বেগের কারণে মানসিক চাপে সৃষ্টি হয়ে থাকে। যখন আমাদের জীবনের চাহিদা এবং সেই চাহিদা পূরণের ক্ষমতার মতো ভারসাম্য নষ্ট করে তখন আমাদের মানসিক চাপ সৃষ্টি হয়। তাহলে চলুন মানসিক চাপ কি তা আরো ভালোভাবে বিস্তারিত জেনে নিব।
  সহজ ভাষায় বলতে গেলে মানসিক চাপ হল আমাদের মন এবং শরীরের উপর একটি
  অতিরিক্ত বোঝা। যা আমাদের স্বাভাবিক কাজকর্মকে অসুবিধা সৃষ্টি করে। যার
  কারণে আমরা যে কোন কাজের উপর মনোযোগ হারিয়ে ফেলি। এবং সবকিছুতেই অশান্তি
  অনুভব করে থাকি। এবং এছাড়াও ঠিকমত খাওয়া দাওয়া করা হয় না।
  মানসিক চাপের কিছু সাধারন কারণসমূহ সম্পর্কে নিম্নে তুলে ধরা হলোঃ
- কাজের অতিরিক্ত চাপ
 - পারিবারিক সমস্যা
 - আর্থিক সমস্যা
 - সম্পর্কের জটিলতা
 - স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা
 - পরীক্ষার চাপ
 - ব্যক্তিগত জীবনের বড় পরিবর্তন
 - সামাজিক চাপ
 - ভবিষ্যতের অনিশ্চয়তা ইত্যাদি।
 
এছাড়াও মানুষের চাপে আরও বিভিন্ন ধরন কারণ থাকতে পারে। সেটা নির্ভর করে ব্যক্তির উপর যে কি কারণে তার মানুষের চেয়ে প্রভাব পড়ছে।
মানসিক চাপের কিছু লক্ষণ গুলো সম্পর্কে নিম্নে তুলে ধরা হলোঃ
- মাথা ব্যথা করা
 - ঘুমের সমস্যা হওয়া
 - পেশিতে টান বা ব্যথা অনুভব করা
 - পেটের সমস্যা হওয়া
 - ক্লান্তি অনুভব করা
 - অস্থিরতা অনুভব করা
 - মনোনিবেশের অভাব হওয়া
 - সব সময় মেজাজ খিদমেটে থাকা
 - যেকোনো কাজে ভয় পাওয়া
 - সবকিছুতেই হতাশা হওয়া ইত্যাদি।
 
  মানসিক চাপ হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে তুলে ধরেছি। কিন্তু মানসিক চাপ
  হওয়ার লক্ষণ আরো থাকতে পারে। মানসিক চাপ আমাদের শারীরিক ও মানবিক
  স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত
  জরুরি। এবং আমাদের মানুষের চাপ কিভাবে নিয়ন্ত্রণ হবে সে বিষয়ের উপর লক্ষ্য
  রাখা। এবং এছাড়াও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যায় সেসব উপায় অবলম্বন
  করা।
মানসিক চাপ কমানোর উপায়
  উপরোক্ত থেকে আমরা জেনে আসলাম যে মানসিক চাপ কি এবং মানসিক চাপ
  হওয়ার কারণ কি এবং মানুষের চাপের লক্ষণ গুলো কি কি সেসব সম্পর্কে। এখন আমরা
  জানবো মানসিক চাপ কমানোর উপায় সম্পর্কে। তাহলে দেরি না করে
  চলুন কিভাবে আমাদের মানসিক চাপ কমানো যায় সেসব উপায় সম্পর্কে
  বিস্তারিত জেনে নিব।
শারীরিক উপায়
  
    মানসিক চাপ কখন আর কিছু শারীরিক উপায় রয়েছে তার সম্পর্কে নিম্নে তুলে ধরা
    হলোঃ
  
  নিয়মিত ব্যায়ামঃ প্রতিদিন  আমাদের মানসিক চাপমুক্ত রাখার জন্য
  নিয়মিত ব্যায়াম করা উচিত।কেননা নিয়মিত ব্যায়াম করার
  ফলে আমাদের শরীর ও স্বাস্থ্য এবং মানসিক ভাবে প্রফুল্ল রাখে। তাই
  চাপমুক্ত করার জন্য নিয়মিত ব্যায়াম করুন।
  পর্যাপ্ত ঘুমঃ চাপমুক্ত করার জন্য আরেকটি শারীরিক উপায়
  হচ্ছে ঘুম। আমাদের প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো
  উচিত। কেননা আমাদের শরীরে ঘুমের অভাব দেখা দিলে শারীরিক ও মানসিকভাবে সমস্যা
  দেখা দিবে। অতএব চাপ মুক্ত করার জন্য প্রতিদিন নিয়মিত ৭/৮ ঘন্টা
  ঘুমানো উচিত।
আরও পড়ুনঃ চিরতরে চুল পড়া বন্ধ করার উপায়
সুষম খাবারঃ শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং মানসিক চাপমুক্ত রাখার জন্য আমাদের খাবার গ্রহণ করা উচিত। নিয়মিত সময়মতো না খাওয়ার ফলে আমাদের মানসিক চাপ সৃষ্টি হয়ে থাকে। যা আমাদের দেহের উপর প্রভাব ফেলে। তাই আমাদের উচিত নিয়মিত খাবার গ্রহণ করা।
  শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামঃ গভীরভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা
  উচিত। কেননা গভীরভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে মানসিক চাপ থেকে
  মুক্তি লাভ পাওয়া যায়। তাই আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য
  গভীরভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।
মানসিক উপায়
  
    মানুষের চাপ নিয়ন্ত্রণ করার জন্য কিছু মানসিক উপায় রয়েছে তা সম্পর্কে মেনে
    তুলে ধরা হলোঃ
  
  ধ্যানঃ মানুষের চাপ মুক্ত করার জন্য এবং মনকে শান্ত রাখার জন্য ধ্যান
  করুন। আর এই ধ্যান মানসিক চাপমুক্ত রাখার জন্য সহায়তা করবে।
  যোগাযোগঃ মানুষের চাপমুক্ত রাখার জন্য আপনার প্রিয়জনের সাথে যোগাযোগ
  করুন। সেটা হতে পারে আপনার বন্ধু, প্রিয়জন,
  আত্মীয়-স্বজন ইত্যাদি। আপনার যে ব্যক্তির সাথে কথা বললে আপনার
  মানসিক চাপমুক্ত রাখতে পারবেন তার সাথে কথা বলুন। তাহলে দেখবেন আপনার
  মানুষের চাপ নিয়ন্ত্রণ হয়ে গেছে।
  শখের চর্চাঃ মানুষের চাপ নিয়ন্ত্রণ করার জন্য আপনার যেগুলো শখ
  রয়েছে সেই সবগুলোতে মনোযোগ দিন। অর্থাৎ যেমন মনে করুন গান
  শোনা, বই পড়া, ছবি আঁকা, বাগানে কাজ করা ইত্যাদি।
  সময়ের ব্যবস্থাপনাঃ আপনি আপনার ব্যক্তিগত জীবনের যে কাজগুলো রয়েছে তা
  সময়মতো কাজ করে ফেলুন। যদি সময় মত কাজ না করেন তাহলে মানসিক চাপের প্রভাব
  পড়তে পারে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য সময়ের কাজ সময়ে করে
  ফেলুন।
ইতিবাচক চিন্তাঃ নেতিবাচক চিন্তা পরিহার করে ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। অর্থাৎ, বাজে চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন। অযথা কোনো চিন্তা করবেন না। এতে করে আপনার মানসিক চাপমুক্ত রাখার জন্য সহযোগিতা করবে।
  প্রকৃতির মাঝে সময় কাটানোঃ আপনি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য
  প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর চেষ্টা করবেন এতে করে আপনার মন শান্ত থাকবে এবং
  মানুষের চাপ কমে যাবে।
অন্যান্য উপায়
  
    মানসিক ও শারীরিক উপায় ছাড়াও অন্যান্য উপায় ও মানুষের চাপমুক্ত রাখা
    যায়। তার নিম্নে বিস্তারিত তুলে ধরা হলোঃ
  
ম্যাসেজঃ আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য বেশি শীতল রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
আরও পড়ুনঃ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়
  হাসিখুশি থাকাঃ আপনার যদি প্রচুর পরিমাণে মানুষের চাপ উপভোগ
  করেন। তাহলে আপনি চেষ্টা করবেন সব সময় হাসি খুশি থাকার। এবং আপনি
  চাইলে হাসি খুশি থাকার জন্য মজার মজার নাটক ,সিনেমা্কার্টুন ইত্যাদি বা বন্ধুদের
  সাথে আড্ডা দিবেন। এতে করে আপনার মানসিক চাপমুক্ত হবে।
  না বলতে শেখাঃ আপনি যখন অতিরিক্ত মানুষের চাপে থাকবেন তখন আপনি
  অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকবেন। অতিরিক্ত কাজ করার ফলে মানসিক চাপ
  আরো বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
  প্রয়োজনে পেশাদার সাহায্যঃ আপনার যদি মানসিক চাপ অনেক বেশি থাকে তাহলে
  আপনার দৈনিন্দ্য জীবনকে প্রবাহিত করতে পারে। তাই আপনি চেষ্টা করবেন মানসিক
  চাপ না নেওয়ার। আপনি মানসিক চাপ হচ্ছে এরকমটা বুঝতে পারলে এবং সেটা
  আপনার শারীরিকভাবে অসুস্থতায় পড়বেন বুঝতে পারলে তাহলে আপনি মানসিক
  স্বাস্থ্যের সাথে তাদের সাথে যোগাযোগ করে আপনার মানুষের চাপ নিয়ন্ত্রণ করবেন।
  তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে, প্রতিটি মানুষের মানসিক চাপের কারণ ও
  লক্ষণগুলো ভিন্ন ভিন্ন হতে পারে বা মানসিক চাপ কমানোর উপায় ও ভিন্ন রকম হতে
  পারে। তাই আপনি ভেবে দেখবেন যে আপনার মানুষের চাপ কিভাবে কমবে এবং কোন
  উপায়ে কমবে। যে উপায়ে কমবে সেই উপায়গুলো অবলম্বন করবে। তাহলে দেখবেন
  আপনি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারছেন।
মানসিক চাপ কমানোর ইসলামিক উপায়
  মানুষের চাপ কমানোর ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক রকম উপায় রয়েছে। একজন মুসলিম
  হিসেবে মানসিক চাপ কমানোর জন্য নিম্নে যে বিষয়গুলো আলোচনা করব তা মেনে
  চললেই আপনি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তাই দেরি না করে
  চলুন মানসিক চাপ কমানোর ইসলামিক উপায় সম্পর্কে নিয়ম নেই বিস্তারিত জেনে নিব।
আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাঃ আপনার যদি মানুষের চাপ অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভাষায় রাখুন। এবং বলুন হে আল্লাহ আমার মানসিক চাপ নিরাময় করে দিন। এবং এছাড়াও সকল পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ আশা রাখা উচিত। এবং মহান আল্লাহতালা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ ফয়সালা কারি।
আরও পড়ুনঃ রক্তের এলার্জি দূর করার ঘরোয়া উপায়
  নামাজঃ আপনার যদি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ দিতে পারেন তাহলে নফল দুই
  রাকাত নামাজ পড়ে নিবেন। এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন এবং
  বলবেন আল্লাহ আমার মানসিক চাপ কমিয়ে দিন। তাহলে দেখবেন আপনার মানসিক চাপ
  নিয়ন্ত্রণ হয়ে গেছে।
  কোরআন তেলাওয়াঃ  আপনার যদি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ বুঝতে পারেন
  তাহলে আপনি কোরআন তেলাওয়াত করবেন অথবা মোবাইল ফোনের মাধ্যমে কোরআন তেলাওয়াত
  শুনবেন। তাহলে দেখবেন আপনার মানসিক চাপমুক্ত হয়ে গেছে।
ধৈর্য ধারণঃ অতিরিক্ত টেনশনে বা অতিরিক্ত জীবন কষ্টে থাকার কারণে মহান আল্লাহতালার কাছে ধৈর্য ধারণ করে দোয়া করা। এবং মহান আল্লাহতালার কাছে যদি আপনি দোয়া করেন এবং বিশ্বাস রাখেন তাহলে আপনি অতিরিক্ত টেনশন ফ্রি হবেন এবং অতিরিক্ত কষ্টে থাকা জীবন ফিরে পাবেন।
  দোয়া ও জিকিরঃ আপনার যদি প্রচুর পরিমাণে মানসিক চাপ হয়ে থাকে তাহলে
  আল্লাহর কাছে দোয়া করবেন। এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন হে আল্লাহ আমার
  মানসিক চাপ কমিয়ে দিন। তাহলে আপনি আপনার মানসিক চাপ কমাতে পারবেন।
  দান করাঃ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনার মানসিক চাপ কমানোর জন্য
  আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। তাহলে আপনার মানসিক প্রশান্তি ঘটবে এবং
  আপনার মনের ভেতর থাকা অশান্তি গুলো দূর হয়ে যাবে। এভাবে আপনি আপনার মানুষের
  চাপ কমাতে সক্ষম হবেন।
  ইসলামের জ্ঞান অর্জন করাঃ আপনার অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থাকলে
  দিনের সঠিক জ্ঞান অর্জন করবেন। এবং এই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ আপনাকে
  মানুষের চাপ থেকে মুক্তি দিবে।
আপনি চাইলে উপরোক্ত মাধ্যম গুলোর মাধ্যমে আপনার অধিক পরিমাণে মানসিক চাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। শুধু উপরোক্ত বিষয় নয় আপনি চাইলে আরো বিষয় পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবেন।
মানসিক চাপ থাকলে কি কি সমস্যা হতে পারে
  মানসিক চাপ সমস্যা থাকলে মানবদেহের অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। মানসিক
  চাপ আমাদের শরীরের ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এবং আপনার
  যদি দীর্ঘস্থায়ী মানসিক চাপ থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে
  পারে।তাই মানসিক চাপ থাকার কারণে কি কি সমস্যা হতে পারে চলন তাহলে এ বিষয়ে
  সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শারীরিক সমস্যা
  
    মানসিক চাপ থাকার কারণে যেসব শারীরিক সমস্যা হতে পারে তা নিয়ে নিম্নে তুলে ধরা
    হলোঃ
  
  হৃদয় রোগঃ আপনার অতিরিক্ত পরিমাণে এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ থাকলে আপনার
  হৃদয় রোগের সম্ভাবনা বেড়ে যায়। তাই জটিল কোন রোগ হওয়ার আগে মানসিক চাপ
  নিয়ন্ত্রণ করতে হবে।
  পাক প্রান্তরের সমস্যাঃ মানসিক চাপ থাকার কারণে হজম প্রক্রিয়া সমস্যা
  সৃষ্টি করতে পারে। তাই যথাসম্ভব মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে।
  মাথা ব্যাথা ও পেশীতে ব্যথাঃ আপনার অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থাকলে মাথা
  ব্যথা সমস্যা সৃষ্টি হয়। আর এসব সমস্যা সৃষ্টি হওয়ার
  আগেই মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে।
  রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াঃ আপনার যদি অধিক পরিমাণে এবং দীর্ঘস্থায়ী
  মানসিক চাপ থেকে থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
  সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ প্রতিদিন ২ কোয়া রসুন খাওয়ার উপকারিতা জেনে নিন
  ঘুমের সমস্যাঃ আপনার যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে তাহলে ঘুমের
  সমস্যা দেখা দিবে। আর এই ঘুমের সমস্যার কারণে শারীরিকভাবে সমস্যায় পড়তে
  পারেন। তাই মানসিক চিন্তা মুক্ত লাভ করার চেষ্টা করুন এবং নিয়মিত ঘুমানোর
  চেষ্টা করুন।
ওজনের পরিবর্তনঃ অধিকাংশ মানুষেরই দেখা যায় যে মানুষের চিন্তা থাকার কারণে ওজনের পরিবর্তন হয়ে থাকে। অতিরিক্ত পরিমাণে টেনশন থাকার কারণে ওজন কমে যায়। যার ফলে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
  চর্মরোগঃ মানসিক চাপ থাকার কারণে ব্রণ একজিমা হওয়ার সম্ভাবনা বেড়ে
  যায়। তাই মানসিক চাপ থেকে মুক্তি লাভ করুন।
  ক্লান্তিঃ আপনার যদি দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে থাকে তাহলে আপনি ক্লান্তি
  অনুভব করবেন। যার শরীরকে দুর্বলতা সৃষ্টি করবে।
  যৌন স্বাস্থ্য সমস্যাঃ আপনার যদি মানসিক চাপ থাকে তাহলে যৌন স্বাস্থ্য
  সমস্যা সৃষ্টি হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব মানসিক চাপ কমানো।
  ডায়াবেটিসঃ কিছু গবেষণা দেখে গেছে যে দীর্ঘস্থায়ী মানসিক চাপ থাকলে
  ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়।
মানসিক সমস্যা
  
     মানসিক চাপ থাকার কারণে কিছু মানসিক সমস্যা হতে পারে তা নিম্নে তুলে
    ধরা হলোঃ
  
  হতাশাঃ আপনার যদি মানসিক চাপ দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাহলে আপনি হতাশায়
  ভুগবেন। এবং মন খারাপ হয়ে যাবে। কোন কাজে মন বসবে না।
  মেজাজ পরিবর্তনঃ আপনি যদি মানসিক চাপে থাকেন তাহলে আপনার মেজাজ পরিবর্তন
  হয়ে যাবে। যেমন মনে করুন মেজাজ খিট মিটে, বিরক্তিকরভাব, কথায়
  কথায় রেগে যাওয়া এসব সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুনঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা
  মনোনিবেশের অভাবঃ মানসিক চাপে থাকলে আপনি কোন কাজেই ঠিকমতো মনোযোগ
  দিয়ে সে কাজটি করতে পারবেন না। কেননা মানসিক চাপ সব কাজের ওপর থেকে মনোযোগ
  সরিয়ে ফেলতে পারে।
  স্মৃতি দুর্বলতাঃ আপনি যদি মানসিক চাপে থাকেন তাহলে আপনার স্মৃতির দুর্বলতা
  সমস্যাটি সৃষ্টি হতে পারে।
  আত্মবিশ্বাস কমে যাওয়াঃ আপনি যদি মানসিক চাপে থাকেন তাহলে আপনার যে কোন
  কিছুর উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন।
  সামাজিক বিচ্ছিন্নতাঃ আপনি যদি মানসিক চাপে থাকেন তাহলে সবার থেকে আলাদা
  হয়ে যাবেন বা একাকীত্ব আপনাকে সবার থেকে আলাদা করে নিবে।
  নেতিবাচক চিন্তা ভাবনাঃ আপনি যদি মানুষের চাপে থাকেন তাহলে অনেক ধরনের
  চিন্তাভাবনা আপনার মাথায় ঘুরবে। এবং আপনি হতাশ হয়ে যাবেন।
  অস্থিরতাঃ প্রায় অধিকাংশ মানুষ মানসিক চাপে থাকলে
  অস্থিরতাই ভোগেন। আর যে কোন কাজে আপনি খুব সহজে উত্তেজিত হয়ে
  যাবেন।
  আত্মঘাতী চিন্তাঃ আপনি যদি অধিক পরিমাণে চিন্তায় থাকেন তাহলে আত্মঘাতিক
  চিন্তায় প্রবণতা বেড়ে যাবে। তাই যথা সম্ভব মানসিক চাপ কমানোর
  চেষ্টা করবেন।
উপরোক্ত মানসিক চাপ কমানোর সাধারণ কিছু সমস্যার প্রভাব পড়তে পারে। তবে ব্যক্তিবেদের প্রভাব ভিন্ন হতে পারে। কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ী মানসিক চাপে থাকেন তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করবেন। এবং সঠিক পরামর্শ নিবেন কিভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যা।
মানসিক চাপ কমানোর খাবার
  উপরোক্ত থেকে আমরা জেনে আসলাম মানসিক চাপ কমানোর বিভিন্ন উপায়
  সম্পর্কে। কিন্তু এখন আমরা জানবো কি খাবার খেলে মানুষের চাপ কমানো যায় সেসব
  সম্পর্কে। তবে কি খাবার খাওয়ার মাধ্যমে মানুষের চাপ নিয়ন্ত্রণ করা
  যায়। আর খাবার খাওয়ার মাধ্যমে যদি মানসিক চাপ নিয়ন্ত্রণ করা
  যায় তাহলে সেসব খাবার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
  
    মানসিক চাপ কমানোর জন্য যেসব খাবার রয়েছে তা সম্পর্কে নিম্নের তরিয়া ধরা
    হলোঃ
  
  ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারঃ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আপনার
  মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য করতে পারে। যেমন, পালং শাক,
  কুমড়োর বীজ, কাঠ বাদাম, কাজুবাদাম, এছাড়াও কালো মটরশুটি ইত্যাদি রয়েছে।
  যা আপনাকে চাপমুক্ত রাখার জন্য সাহায্য করবে।
  ভিটামিন বি সমৃদ্ধ খাবারঃ ভি ভিটামিন বি সমৃদ্ধ খাবার গ্রহণ করার ফলে
  আপনাকে চাপমুক্ত রাখার জন্য সাহায্য করবে। ভিটামিন বি সমৃদ্ধ তো খাবার
  সমূহ হচ্ছে, ডিম, দুধ, সবুজ শাকসবজি, এবং শস্যজাতীয় খাবারে
  প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। যা আপনাকে চাপমুক্ত রাখতে
  সাহায্য করবে।
  ভিটামিন সি সমৃদ্ধ খাবারঃ ভিটামিন সি সমৃদ্ধ খাবার ফলে আপনাকে চাপমুক্ত
  রাখার জন্য সহায়তা করবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার সমূহ
  হচ্ছে, কমলা, লেবু, পেয়ারা , স্ট্রবেরি ইত্যাদি। এসব
  খাওয়ার ফলে আপনার শরীরে কে শক্তিশালী করে তুলবে এবং আপনাকে চাপমুক্ত
  রাখবে।
  পটাশিয়াম সমৃদ্ধ খাবারঃ পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে রক্তচাপ
  নিয়ন্ত্রণ করার জন্য সাহায্য করে থাকে এবং মানসিক চাপ মুক্ত রাখার জন্য সাহায্য
  করবে।
  এবং কিছু অন্যান্য উপকারী খাবার রয়েছে তা খাওয়ার ফলে আপনাকে চাপমুক্ত
  রাখার জন্য সাহায্য করবে তার নিম্নে তুলে ধরা হলোঃ
ওমেগা-৩ ফ্লাটে এসিড সমৃদ্ধ মাছঃ এসব খাওয়ার ফলে আপনার মস্তিষ্ক এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য সাহায্য করবে এবং আপনি চাপমুক্ত থাকবেন।
ডার্ক চকলেটঃ এ চকলেটই খাওয়ার ফলে আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য সাহায্য করবে এবং আপনি চাপমুক্ত থাকতে পারবেন।
  গ্রিন টিঃ গ্রিন টিতে শান্তিদায়ক উপাদান রয়েছে যার কারণে আপনার
  টেনশন ফ্রি বা চাপমুক্ত রাখতে সাহায্য করবে।
  পানিঃ আপনি যদি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপে থাকেন তাহলে ঠান্ডা পানি পান
  করুন। এতে করে আপনার চাপমুক্ত রাখার জন্য সহযোগিতা করবে।
  তবে একটি বিষয় খেয়াল রাখবেন একটি সুষম খাবার এবং স্বাস্থ্যকর জীবন দ্বারা
  মানুষের চাপ মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু নির্দিষ্ট খাবারের
  উপরই ভরসা করে না বরং স্বাস্থ্যকর খাবার এবং খাদ্যাভ্যাসের উপর মনোযোগ দিতে
  হবে। সময় মত খাওয়া দাওয়া এবং সময়মতো ঘুমানো এছাড়াও সময়ের কাজ সময়ে
  করবেন। তাহলে দেখবেন আপনি চাপমুক্ত বা মানসিক চাপ থেকে মুক্তি
  পাবে। 
শেষ কথাঃ মানুষের চাপ নিয়ন্ত্রণ করার সহজ মাধ্যম
  বর্তমান সময়ে প্রায় প্রতিটি মানুষেরই মানসিক চিন্তাধারা বেড়ে যাচ্ছে। কেউ
  বা কর্মজীবনে কেউবা অন্যান্য বিষয়ে  মানসিক চাপে পড়ছে। আর এই
  মানসিক চাপে পড়ার কারণে বাস্তব জীবনের উপর প্রভাব পড়ছে। এবং মানসিক চাপে
  থাকার কারণে প্রায় মানুষগুলো অস্বস্তিতে ভুগছে। এবং আমাদের যাদের
  মানুষের চাপ প্রচুর পরিমাণে রয়েছে। এই চাপমুক্ত জীবন থেকে বেরিয়ে আসার
  জন্য চেষ্টা করতে হবে এবং বাস্তব জীবন নিয়ে চলতে হবে।
  প্রিয় পাঠক, আমি আশা করছি যে আজকে আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে
  পেরেছেন যে কিভাবে মানসিক চাপ কমানো যায় এবং কোন কোন উপায়ে মানসিক চাপ
  নিয়ন্ত্রণ করা যায় সেসব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পেরেছেন। আমাদের
  আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে
  জানাবেন। আর এতক্ষণ যুদ্ধ সরকার আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে
  অসংখ্য ধন্যবাদ......!!!!!!!!



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url